প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৯:২২ পূর্বাহ্ণ
“এদেশ সন্ত্রাসীদের নয়”- ব্রি. জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা - খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বিএসপি,এনডিসি, পিএসসি বলেছেন, "এদেশ আমাদের, এদেশ সন্ত্রাসীদের না| এদেশের জনগণ আপনারা এবং এদেশের ভালো করার মানুষও আপনারা| আমরাও আপনাদের সাথে আছি, আপনারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন| সন্ত্রাসীরা যাতে আপনাদের ডিস্টার্ব করতে না পারে|
তিনি আরো বলেন, আমরা যেনো সবাই মিলে একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারি|
গত শনিবার সকালে দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের দুর্গম ধনমুনি কারবারী পাড়া গ্রামে খাগড়াছড়ি রিজিয়ন ও দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি|
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী পিএসসি।
পরে ধনুমনি কারবারী পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয় |
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.