বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি পরিচালিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্রী ঐশর্য্য চাকমা ফেনী গার্লস ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় সম্মাননা স্বারক প্রদান করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার ও কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচালক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)। ২৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোন সদরে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় ঐশর্য্য চাকমার মা কাচালং সরকারি কলেজের অধ্যাপিকা মুক্তা চাকমা ও কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় প্রতিষ্ঠানের মূখ উজ্জ্বল করায় ঐশর্য্য চাকমা ও তার পরিবারকে ধন্যবাদ জানান জোন কমান্ডার।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.