রাঙ্গামাটি প্রতিনিধি // রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা ১৯ আগষ্ট পর্যন্ত আরও এক মাস বাড়ানো হয়েছে ।
মাছের বংশ বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজননের স্বার্থে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন।
কিন্তু বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদে এখনো পানির প্রবাহ না বাড়ায় হ্রদে মাছ শিকারের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো একমাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । উল্লেখ্য কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে প্রতি বছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন -বিএফডিসির মাধ্যমে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, বাজারজাত ও পরিবহনের বিষয়টি পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.