খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের সাতভাইয়া পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম তন বিহারী চাকমা (৬৫)। বৃহষ্পতিবার(২৪ফেব্রুয়ারী ২০২২) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তনবিহারী চাকমা পেশায় একজন কৃষক। তিনি সাতভাইয়া পাড়ার বাসিন্দা। তবে কি কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে এই বিষয় সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, দুর্বৃত্তের গুলিতে নিহত তন বিহারী চাকমার লাশ উদ্ধার করে পুলিশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন পুলিশ অভিযোগ পেলে আইনি প্রদক্ষেপ গ্রহণ করবেন। পুলিশ আরো জানান, তন বিহারী চাকমাকে ঘরের সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
অন্যদিকে এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা থাকার প্রশ্ন উঠলেও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোন সংগঠন। স্থানীয়রা বলছেন, পাহাড়ের কোন ভাবেই থামছে না রক্তক্ষরণ। কারণে অকারনে থেমে থেমে পাহাড়ে ঝরছে তাঁজা প্রাণ। নীরবে নিঁভে যাচ্ছে অনেক জ¦লন্ত প্রদীপ।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.