খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়িতে এতিম শিশুদের নতুন পোশাকে ইদ করতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা এবং শারীরিক প্রতিবন্ধী এক যুবলীগ নেতার ঘর নিমার্ণের জন্য দুই লাখ টাকা উপহার দিলো পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
সোমবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকায় আল-মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ছুটে যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় কোমলমতি শিশুদের খোঁজখবর নেন এবং ইদের নতুন পোশাক কিনতে এতিমখানার দায়িত্বরত শিক্ষকের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন ও লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার মুসলিমপাড়া এলাকার প্রতিবন্ধী আব্দুর রাজ্জাকের পাশেও দাঁড়িয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। দুই লাখ টাকা ব্যায়ে তাকে নির্মাণ করে দিচ্ছেন নতুন ঘর।
আব্দুর রাজ্জাক নব্বই দশকের প্রথম সারির যুবলীগ নেতা ছিলেন। বর্তমানে শারীরিক প্রতিবন্ধকতার জন্য অস্বচ্ছল ও কর্মক্ষম তিনি।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.