অনলাইন ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজের গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে সাউন্ড বক্সে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর । বৃহস্পতিবার (১৭জুন) ছিল তার গায়ে হলুদ। শুক্রবার(১৮জুন) ছিল বরের বিয়ের দিন। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল মিয়া নামের এক বরের মৃত্যু হয়েছে। এতে বিয়ে বাড়িতে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, গান বাজানোর জন্য আনা সাউন্ড বক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান। তিনি জানান, ওই নিহত যুবক মনতলা রেলওয়ে স্টেশনে খোলাবাজারের ব্যবসায়ী। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের আগামীকাল বিয়ের দিন ধার্য ছিল।
তিনি বলেন, বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার গায়ে হলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিলো। বিয়েতে গান বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.