প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ২:০৯ অপরাহ্ণ
গুলশানে মোসারাত জাহান মুনিয়া হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দিঘীনালায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা ঢাকার গুলশানে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার প্রধান আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সহ হত্যা প্ররোচনায় সংশ্লিষ্ট সকলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা|
সোমবার(৩ম) সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয় এক ঘন্টার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন-- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দীঘিনালা উপজেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব সুফি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মোঃ এরশাদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমূখ।
মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দীঘিনালা উপজেলা কমিটি, (বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন |
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে কর্মসূচী বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার প্রধান আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সহ হত্যা প্ররোচনায় সংশ্লিষ্ট সকলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.