প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
তিন দিনের টানা ছুটিতে সাজেকে পর্যটকের ভিড় !

বাঘাইছড়ি প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী ও শুক্রবার শনিবার টানা তিনদিনের সরকারী ছুটিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকের উপচে পড়া ভিড় জমেছে। এরইমধ্যে বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক তাবুতে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন। যারা রুম পেয়েছেন তাদের অনেকেই তিনমাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়েছেন। এদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবার হোটেল ও রিসোর্ট মালিকরা।
সাজেক এর পর্যটন ব্যাবসায়ি রিসোর্ট মালিক জেরি লুসাই জানান অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। সাজেকে বেড়াতে আসা হারুন রশীদ নামের এক পর্যটক বলেন সাজেকের বাড়তি নিরাপত্তা ও প্রকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেক সড়কের অবস্থা খুবই খারাপ দ্রুত সংস্কার না করলে দুর্গটনার আশংকা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন টানা তিনদিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ তাই পর্যটকদের যাহাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজড়ধারী বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.