প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২১, ৯:১৬ পূর্বাহ্ণ
দিঘিনালায় সেনাঅভিযানে মাদকদ্রব্য উদ্ধার! আটক ১
নিজস্ব প্রতিনিধিঃদীঘিনালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ কবির হোসেন (৩২)| সে উপজেলার মেরুং ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে| গত সোমবার রাতে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়|
এসময় তার বাড়িতে থাকা বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে|
জানাযায়, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের সওদাগর পাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, গত সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে|
এসময় কবির হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ৪শত ৯৫ পিস ইয়াবা, ৩শত ৫০ মিঃলিঃ বাংলা মদ ও গাঁজা ৪শত ৬০ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়|
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে দীঘিনালা থানার এসআই নোমান সাদ্দিকী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করেছেন|
এসময় তিনি আরো জানান, তার বিরুদ্ধে দীঘিনালা থানায় আরো দুটি মাদক মামলাসহ রাঙ্গামাটি জেলার নানিয়ার চর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.