প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ
দীঘিনালায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে ছাই! ৫কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা // দীঘিনালায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে| গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায়এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে| এঘটনায় বাসটার্মিনাল এলাকার মোদী দোকান, খাবার হোটেল, ইলেকট্রনিক্স দোকান, ক্রোকারিজসহ ৫৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়|
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাসটার্মিনাল এলাকার উত্তর পাশের দোকানের অংশে আগুনে পুড়া খুটিগুলি দাড়িয়ে আছে| কোথাও বিভিন্ন পানীয় বোতল, প্লাস্টিক থেকে এখনো ধোয়া উড়ছে| কোন কোন স্থানে থেকে এখনো আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে| পরে সকলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুনঃরায় আগুন নিয়ন্ত্রণে আনে|
এব্যাপার সুদীপ্তা স্টোরের মালিক অপরুপ চাকমা জানান, আগুনের এতোই উত্তাপ ছিলো যে, আমি দোকান থেকে কিছুই বাহিব করতে পারিনি| আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে|
অপর ব্যবসায়ী জাহিদ আকবর জানান, আমার ইলেক্ট্রিনিক্সের দোকান| সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে|
২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা জানান, অগ্নিকান্ডের ঘটনায় ৫৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে|এঘটনায় প্রায় ৫ কোটি ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে|
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটায় আগুন লাগার ঘটনা ঘটে| এঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে| প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| এঘটনায় ৫৩টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়| তিনি আরো জানান ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে|
ঘটনার পর পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.