নিজস্ব প্রতিনিধি দীঘিনালা// মাথায় টুপি, পরনে পাঞ্জাবী পায়জামা| ''ইয়া নবী সালামু আলাইকা'' মুখে মানুষের ঢল নেমেছে দীঘিনালায় ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুসে| কেউ পায়ে হেটে, কেউ মোটরসাইকেলে, কেউ বা বেটারি চালিত অটোরিক্সা করে জুলুসে অংশ নেয়|
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কবাখালী আল আমিন বাড়ীয়া এবতেদায়ী মাদ্রাসা থেকে শুরু হয় জুলুস।
জুলুসে নেতৃত্ব দেন, দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান উপদেষ্টা পীরে কামেল রহনামায়ে শরীয়ত ও তরিকত হযরত শাহসূফী মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী(মা:জি:আ:)|
বর্ণাঢ্য জুলুস দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে উপজেলার বাবুপাড়া গাউছুল আজম জামে মসজিদ সংলগ্ন সড়ক ও জনপথ মাঠে মিলাদুন্নবীর আলোচনা সভায় মিলিত হয়|
মিলাদুন্নবীর আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম|
মাহবুব আলম, মাওলানা আবদুচ ছবুর, মো: শাহ জাহান সিরাজী, মাওলানা : সামসুল আলম,মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার ফেরদৌস|
পরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|
পরে অনুষ্ঠিত জিকির মিলাদ মাহফিল ও মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.