নিজস্ব প্রতিনিধি দীঘিনালা// দীঘিনালায় দীপক দেব নাথ নামের এক ব্যবসায়ীর দেড় কোটি টাকার ঝাড়ুফুল (উলুফুল) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার মেরুং ইউনিয়নের ষোল নম্বর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় শুকিয়ে রাখা প্রায় ২২ ট্রাক ঝাড়ুফুল ভষ্মিভূত হয়ে যায়। ঘটনায় ঝাড়ুফুল ব্যবসায়ী দীপক দেব নাথ বার বার মূর্ছা যাচ্ছেন।
জানাযায়, বিভিন্ন এলাকা থেকে ঝাড়ুফুল ক্রয় করার পর মেরুং ইউনিয়নের ষোল নম্বর এলাকায় স্তুপ করে রাখা হয়। পরে সেখান থেকেই গাড়ি বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে স্তুপ করে রাখা ঝাড়ুফলে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রায় ২২ ট্রাক ঝাড়ুফুল পুড়ে ছাই হয়ে যায়।যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকার মতো।
এব্যাপারে ঝাড়ুফুলের মালিক দীপক দেব নাথ জানান, আমার সাথে কারো কোন প্রকার শত্রুতা নেই। কেনো এমন ঘটনা ঘটালো আমি বুঝতে পারছি না!
এব্যাপারে মেরুং ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ হোসেন জানান, যেভাবে আগুনের সুত্রপাত হয়েছে তাতে মনে হয় কেহ পরিকল্পিত ভাবে আার্থিকভাবে ক্ষতি করার উদ্দশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের সুত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি আরো জানান, এঘটনায় প্রায় দেড় কোটি টাকার ঝাড়ুফুল ভষ্মিভূত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.