প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ
দীঘিনালায় পাঁচ শতাধিক পরিবার প্লাবিত! আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা :ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে| এতে উপজেলার মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে| এঘটনায় মেরুং ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক পরিবার প্লাবিত সহ দুটি আশ্রয়কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে|
জানাযায়, ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়| এতে মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়| এতে বেশ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার প্লাবিত হয়| প্লাবিত পরিবারের মধ্যে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩৮ পরিবার এবং আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১০ পরিবার আশ্রয় নেয়|
এব্যাপারে উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী জানান, বন্যায় প্লাবিতরা অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে| ইতিমধ্যে আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১০ পরিবার এবং ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩৮ পরিবার আশ্রয় নিয়েছে| আশ্রয় নেয়া পরিবারের সংখ্যা বাড়ছে|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.