নিজস্ব প্রতিনিধি দীঘিনালা।। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল গত চারদিন যাবৎ নিমজ্জিত রয়েছে| ফলে পানিবন্দী এলাকার লোকজনের মাঝে দেখা দিয়েছে তীব্র খাবার সংকট ও পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব|
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের দক্ষিণ ছোট মেরুং আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ত্রাণ সহায়তা বিতরণ কর্মসূচী|
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রীগেডের আয়োজন এবং দি বেবি টাইগার্সের ব্যবস্থাপনায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান |
এসময় ছোবহানপুর এলাকার শতাধিক রোগীর মাঝে চিকিৎসা সহ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়|
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম |
বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ পেয়ে ফাতেমা বেগম (৫২) জানান, পুরো এলাকায় পানি| কোনদিকে যাওয়ার সুযোগ নেই| হাসপাতালে যাওয়ার সুযোগ নেই| সেনাবাহিনীর বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.