প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ
দীঘিনালায় প্রায় ৩’শ শিক্ষার্থী পেল মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরন অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ''বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে| তারপরও একটি মহল বাংলাদেশ সম্পর্কে বহিঃবিশ্বে ভূলভাবে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে| কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে বিদেশীরা আর এখানে নাক গলাবে না! তাই মিথ্যা বানোয়ট প্রচার করে তারা কখনো ফলপ্রসূ হবে না|
শনিবার সকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি|
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু|
এসময় উপজেলার ১৬ মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি দাখিল মাদ্রাসার ২শত ৮২ জন শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরন করা হয়|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.