প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
দীঘিনালায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা:: দীঘিনালায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার সকাল ১০ টায় দীঘিনালা পরিবেশ দুষণ রোধ কমিটি উদ্দ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বাবুছড়া নোয়াপাড়া হতে শুরু হয়ে মুড়োপাড়া ঘুরে নোয়াবাজার গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা|
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাবুছড়া বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা| আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের নব চেয়ারম্যান বাবু গগণ বিকাশ চাকমা, মিজ প্রতিভা চাকমা,বিশিষ্ট শিক্ষাঅনুরাগী বাবু আনন্দ ময় চাকমা প্রমূখ।
শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা, দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান, পৃথিবীকে বসবাসযোগ্য করুন! নিজের ভবিষ্যত নিরাপদ রাখতে বন, প্রকৃতি ও পশু-পাখি রক্ষা করুন! ইত্যাদি প্লেটকার্ড ব্যবহার করেন|
শোভাযাত্রায় উপজেলার আমতলি, বড়াদম, ফ্রেশবাজার, পুকুরঘাট, উদাল বাগান, বাঘাইছড়ি, নেয়াপাড়া, বাবুছড়া, রাস্তা মাথা, চিনেলছড়া, হেডম্যান পাড়া, জারুলছড়ি, ধনপাদা,এলাকার সহস্রাধিক লোকজন অংশ নেন|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.