প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
দীঘিনালায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা. দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি'র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার(২৭অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন‘র আয়োজনে দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি'র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা জাদুঘর এর সামেনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়|
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন, সমৃদ্ধ দীঘিনালা'র রূপকার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত প্রশাসক জনাব মুহাম্মদ আরাফাতুল আলম।
দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি'র সভাপতি মোঃ এরশাদ, সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ দীঘিনালা থানার প্রতিনিধি এসআই মোঃ নূরউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব এবং দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা কমিটি'র সাধারণ সম্পাদক, মোঃ কামরুজ্জামান
এসময় কলেজ পড়ুয়া ২জন হতদরিদ্র শিক্ষার্থী ২ সেট বই বিতরণ করা হয়|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.