প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা // দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্র ও গুলি উদ্ধার করা হয়েছে| শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্র ও গুলি উদ্ধার করা হয় তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি|
জানাযায়, দীঘিনালার ৯ মাইল এলাকায় মাইনী সেতুর সরঞ্জামাদি পরিবহনের সময় মোটা অঙ্কের চাদা দাবী করে
সশস্ত্র একটি দল | এমন গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনা মোতাবেক তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে দীঘিনালা জোনের সেনাবাহিনী|
পরে অভিযানে ০১টি গাদা বন্দুক, ০১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০১ টি এ্যান্টেনা ও ০২টি মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি আটক করা|
তবে এঘটনায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাদাবাজরা সকল সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি
এব্যাপারে দীঘিনালা জোনের মেজর নাহিদ হাসান পিএসসি জানান, শনিবার উপজেলার নয় মাইল এলাকায় মাইনী সেতুর সরঞ্জামাদি পরিবহনের ট্রাক হতে মোটা অঙ্কের চাঁদা দাবী করে| খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে|
পরিস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়| পরে ঘটনালস্থল থেকে ০১টি গাদা বন্দুক, ০১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০১ টি এ্যান্টেনা ও ০২টি মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.