প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ
দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা বেসরকারি ভাবে বিজয়ী
নিজস্ব প্রতিনিধি দীঘিনালা // দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে| সোমবার কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯টি নির্বাচনী ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে|
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা (চশমা প্রতীকে) ৩ হাজার ২শত ৩৭ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন| অন্যদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অনুপম চাকমা (নৌকা প্রতীকে) ভোট পেয়েছেন ১শত ৯৭ভোট|
এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী অলকেশ চাকমা (অটোরিক্সা প্রতীকে) ১হাজার ৬৮ ভোট, দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতীকে) ২হাজার ৯শত ৪৯ ভোট, নিউটন চাকমা (ঘোড়া প্রতীকে) ১ হাজার ৫২ ভোট এবং বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ঢোল প্রতীকে ১ হাজার ৩শত ৬৯ ভোট পেয়েছেন|
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান, বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু শান্তি শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে| কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি| সবকটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.