প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা- দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে| গত বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেন|
অনুদান প্রাপ্তরা হলেন, জনাব নির্মল কান্তি চাকমা, মোঃ আলমগীর হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ লুৎফুর রহমান, মোঃ রাকিব হোসেন, রুমেন চাকমা, মোঃ আজিজুল হক|
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ক্ষতিগ্রস্থ সাত ব্যবসায়ী প্রত্যেককে নগদ সাড়ে সাত হাজার টাকাসহ ত্রিশ কেজি হারে চাল বিতরন করেন |
নগদ অর্থ সহায়তা পেয়ে পার্বত্য লাইব্রেরীর মালিক নির্মল কান্তি চাকমা জানান, নগদ টাকা এবং চাল পেয়ে খুবই উপকার হয়েছে|
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম|
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বর এলাকায় সৃজন কম্পিউটার এন্ড স্টুডি থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজসহ সাত জনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়|
এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখটাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরী অন্তত ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের অন্তত ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসহ দোকান নিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.