প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৬:৩৭ পূর্বাহ্ণ
দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা
দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। গত ২ মে (রোববার) মধ্যরাতে উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রাসেল মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে| এঘটনায় বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাযায়, রাত আনুমানিক ১২ টার দিকে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। এসময় তারা আগুন নেভাতে এগিয়ে আসে| এসময় খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বতসবাড়ীর মালিক রাসেল মিয়া জানান, “আগুনে আমার ঘরের সবকিছু ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। শুধুমাত্র আমার মেয়ে ও নাতিদের উদ্ধার করেছি। প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আধারে কেউনা কেউ আমার এ ক্ষতিসাধন করেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.