প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২২, ৪:১৫ অপরাহ্ণ
দীঘিনালায় ছাউনি বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান!

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা : দীঘিনালায় ছাউনি বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শ্রেণি কার্যক্রম! শিক্ষা প্রতিষ্ঠানটি হলো উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসা| জড়াজীর্ণ ছাউনি পরিবর্তন করার জন্যে ছাউনি খোলা হলেও আর্থিক সংকটের কারণে আর ছাউনি দেয়া সম্ভব হয়নি|
সরেজমিনে গত সোমবার সকালে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসায় গিয়ে দেখা যায়, মাদ্রাসার শিক্ষক মোঃ হুমায়ুন কবির মাদ্রাসার ছাউনি বিহীন ক্লাশে ৫ম শ্রেণির শিক্ষার্থী উপস্থিত রয়েছে|
এব্যাপারে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মীর
আলী হায়দার জানান, মাদ্রাসায় ৬জন শিক্ষকসহ ১শত ৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে| মাদ্রাসায় নিয়মিত বৃষ্টির পানি পড়তো, তাই বর্ষার আগেই সংস্কার করার লক্ষ্যে গত বছরের ২৬ ডিসেম্বর জড়াজীর্ণ ছাউনি পরিবর্তন করার জন্যে খোলা হয়েছিল| কিন্তু আর্থিক সংকটের কারণে তা আর লাগানো সম্ভব হয়নি| এখন ছাউনি বিহীন ক্লাশেই, এক কথায় খোলা আকাশের নিচে ক্লাশ নিচ্ছি |
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দুলাল জানান, বর্ষায় শ্রেণি কক্ষে বৃষ্টির পানি ঢুকে| তাই জড়াজীর্ণ ছাউনি ফেলে নতুন ছাউনি লাগানোর উদ্দেশে পুরাতন ছাউনি ফেলে দিয়েছি| আর্থিক সংকটের কারণে এখন নতুন টিনের ছাউনি লাগাতে পারছি না| ছাউনি লাগাতে ১৭ বান টিনের প্রয়োজন | তিনি আরো জানান, সেচ্ছায় কেহ টিন দান করলে সাদরে গ্রহণ করা হবে|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.