প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২, ৭:২৬ অপরাহ্ণ
দীঘিনালায় নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা চালু করায় আবারো জড়িমানা

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালায় হাইকোর্টের আদেশ এবং উপজেলা প্রশাসনের ইটভাটা বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় জড়িমানা করা হয়েছে| ইট ভাটা দুটি হলো, উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি নামের ইটভাটা এবং রশিকনগর এলাকার সেলিম এন্ড ব্রাদার্স নামের ইটভাটা| এসময় ইটভাটা দুটিকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়|
বৃহস্পতিবার ইট ভাটা দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম ফাহমিদা মুস্তফা|
এসময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি আরো বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এ দুটি ইটভাটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে ব্রিকফিল্ডের কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে দুই ইটভাটা মালিককে ১ লক্ষ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.