প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা :: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ী ছেলেদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে ক্রীড়া সামগ্রী তুলে দেন, বড়াদম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম|
এসময় ক্রীড়া সামগ্রী, দর্শা পাড়ায়-১টি করে ভলিবল ও নেট| ছনখোলা(উত্তর পাড়ায়)-২টি ক্রিকেট ব্যাট, ৩টি স্ট্যাম্প ও ১টি ক্রিকেট বল। ছনখোলা(দক্ষিণ পাড়ায়)-১টি ভলিবল ও নেট বিতরণ করা হয়|
খেলাধুলার সরঞ্জামাদি হাতে পেয়ে পাড়ার পাহাড়ী ছেলেরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.