প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ
দীঘিনালায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকা দেয়া শুরু

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা: দীঘিনালা উপজেলার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকা দেয়া শুরু হয়েছে| গত মঙ্গলবার থেকে শুরু হয় এ কার্যক্রম| প্রথম দিনে একটি কলেজ ও চারটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়| পর্যায়ক্রমে মোট ৩টি কলেজ ও ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থীদের এ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে|
গত মঙ্গলবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজে গিয়ে দেখা যায়, প্রায় সহস্রাধিক শিক্ষার্থী টিকা কার্ড সংগ্রহ করার জন্যে অপেক্ষা করছেন| টিকা কার্ড গ্রহণ করার পর তারা বাসটার্মিনাল গ্রীন লাইফ ডায়াগনিস্টিক সেন্টারে গিয়ে টিকা নিচ্ছেন|
এব্যাপারে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মার্সি ত্রিপুরা জানান, সকাল ৮টায় টিকা কার্ডের জন্য লাইনে দাড়িয়েছি| এখন দুপুর| অনেক কষ্ট করে টিকা কার্ড সংগ্রহ করেছি|
দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো: মিজানুর রহমান জানান, টিকা কার্ড নিয়ে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে| তবে একটি প্রতিষ্ঠান একদিন টিকা দিতে পারলে ভালো হতো|
দীঘিনালা উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন আবদুল্লাহ জানান,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে দীঘিনালা উপজেলায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আজ থেকে কোভিড ১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে| আজ প্রথমে একটি কলেজ এবং চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে| পর্যায়ক্রমে বুধবার বৃহস্পতিবার এবং শনিবারের মধ্যে সাত হাজার শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হবে|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.