প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতির জানাজায় সর্বস্তরের মানুষের অংশ গ্রহন

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দীনের জানাজায় সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেছে|
গত সোমবার সকাল ১০ ঘটিকার সময় দীঘিনালা উপজেলার সড়ক ও জনপথ বিভাগের মাঠে ( দীঘিনালা স্টক ইয়ার্ড) এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয় | তিনি গত রোববার বিকাল ৬:০০ টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে (পার্ক ভিউ)
ফুসফুস জটিলতার সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন|
এদিকে সোমবার সকালে দীঘিনালা স্টক ইয়ার্ড মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়| জানাজায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা'সহ সহস্রাধিক লোকজন জানাজায় অংশ গ্রহন করেন|
এদিকে জানাজায় অংশ নিয়ে সমবেদনা প্রকাশ করেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি|
এদিকে মোসলেম উদ্দীনের শবদেহে দীঘিনালা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি, উপজেলা বিএনপি এবং উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়|
পরে তাঁর নিজ এলাকা উপজেলার জামতলী বাঙালী পাড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়|
মোসলেম উদ্দীন উপজেলা বিএনপির সভাপতি ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন|
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.