নিউজ ডেস্ক: গত ০৭ এপ্রিল ২০২২ তারিখ ১৫২০ ঘটিকার সময় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর একটি পিকআপ গাড়ী সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি হতে খাগড়াছড়ি শহরমূখী চেঙ্গী স্কয়ার এ আসলে আলুটিলার দিক হতে খাগড়াছড়ি শহরমূখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয় এবং পিছলে এসে বিজিবির গাড়ীর পিছনের ডানপাশের চাকার মাডগার্ডে ধাক্কা দেয়।
এসময় উপস্থিত বিজিবি সদস্যগণ গাড়ী থেকে নেমে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়।
বিজিবি সুত্র জানায়, যদিও উক্ত মোটরসাইকেল দূর্ঘনার সাথে ৫৪ বিজিবির গাড়ীর কোন সম্পৃক্ততাই নেই তথাপি কিছু স্বার্থন্বেষী মহল বিজিবি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দূর্ঘটনা ৫৪ বিজিবি’র গাড়ী কর্তৃক সংঘটিত হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে।
উক্ত আহত ব্যক্তির প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে ৫৪ বিজিবি কর্তৃপক্ষ রোগীর চিকিৎসার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং চট্টগ্রামে তার চিকিৎসা ব্যবস্থার সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.