প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ
দেশী শাক-সবজি ফলমূলে প্রচুর পরিমান পুষ্টি গুণ থাকে- দীঘিনালায় পুষ্টি মেলায় ফাহমিদা মুস্তফা

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা- দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্য সয়ংসম্পন্ন , পেট ভরে খাবার খেলে হবে না। খাবারের পুষ্টিগুন সম্পর্কে জানতে হবে, অনেকের ধারনা পুষ্টিকর খাবারের দাম বেশি তা সম্পূর্ণ ভূল। দামি খাবারে পুষ্টিগুণ কম থাকে। দেশি শাক- সবজি ফলমূলে প্রচুর পরিমান পুষ্টি গুণ থাকে। পুষ্টিগুনণ জেনে খাবার গ্রহন করতে হবে এবং খাবারে পুষ্টিগুন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। এদিকে আলোচনা সভাশেষে ১শত জন দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাবর বিতরন করা হয়।
গত বুধবার (২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে এবং এনজিও লীন এর সহয়োগীতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পুষ্টিমেলা উদ্ধোধন উপলক্ষে এসব কথা বলেন তিনি|
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো. আব্দুল্লাহ আল মামুন, এনজিও দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা প্রমূখ।
আলোচনা সভায় ডা. তনয় তালুকদার বলেন, ‘পুষ্টি কোন আলাদা উপাদান নয়, এটা খাবারের গুন, কোন খাবারে বেশি পুষ্টি আছে জানতে হবে। পুষ্টিকর খাবার না খেলে শিশুদের বুদ্ধি বিকাশ হয় না, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুগঠন হয় না। গর্ভবস্থায় মায়ের পুষ্টিকর খাবার না খেলে সন্তান বিকলাংঙ্গ হতে পারে। তাই সকলকে সচেতন হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে'।
এতে এনজিও লীন এর কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.