নিজস্ব প্রতিনিধি রাঙ্গামাটি// রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ ইউপিডিএফ (প্রসীত) দলের ১ অস্ত্রধারী সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
আজ শুক্রবার(১৩আগষ্ট) দিবাগত রাত ২ টার দিকে নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশ এর একটি অপারেশন দল গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী রূপায়ণ তালুকদার (চাকমা) কে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি (থ্রী নট থ্রী) রাইফেল, ০৫ রাউন্ড বল এ্যামুনেশন, ০৩টি মোবাইল ফোন, ০২টি চাঁদা আদায়ের রশিদ ও ২টি আইডি কার্ড জব্দ করা হয়। আটক রূপায়ণ তালুকদার (চাকমা) দীর্ঘদিন ধরে নানিয়ারচর উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.