নিউজ ডেস্ক- ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যা প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার সময় তিনি এসব বলেন। খবর এএফপির।
বাইডেন বলেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না।’
তিনি বলেন, আমি বুদ্ধিমত্তার বিষয়ে কথা বলছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে।
রাশিয়ার অনুরোধে, ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা দেশগুলির মতো ইউক্রেনে লক্ষ লক্ষ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-ট্যাংক মিসাইল পাঠাচ্ছে, পাশাপাশি গোয়েন্দা তথ্য দিচ্ছে।
কিন্তু বাইডেন আবারও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী ইউক্রেনে যুদ্ধ করবে না।
বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে— রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.