বাঘাইছড়ি প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতির সুফল পেতে শুরু করেছে বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাতটি গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় এক হাজার পরিবার।
১১ মার্চ শুক্রবার বেলা ১২ ঘটিকায় খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙ্গামাটির সংসদীয় আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি) বাঘাইছড়ি উপজেলার সাতটি গ্রামে তালুগদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার আশপাশের এক হাজার পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী -১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামিলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রকল্পটি তিন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করে।
নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না সেই লক্ষ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নতুন সংযোগ স্থাপিত হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.