খাগড়াছড়ি দিঘিনালার মেরুং ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে এবারই প্রথম নির্বাচন করছেন, জেলার একমাত্র নারী পার্থী উপজেলা মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদিকা মাহামুদা বেগম লাকী। পার্বত্য চট্টগ্রামে তিনিই একমাত্র নারী চেয়ারম্যান পার্থী। ২ নবেম্বর মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচনী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরিত মনোয়ন পত্র জমা দেন তিনি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা মাহামুদা বেগম লাকী ২০১৪ সাল থেকে দিঘিনালা উপজেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাষ্টারের মেয়ে। তার বাবাও একই ইউনিয়নে ৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন পত্র জমাদিয়ে মাহামুদা বেগম লাকী বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে নৌকা প্রতীক তুলে দিয়েছেন আমি উপজেলা আওয়ামিলীগ ও আমার মেরুং ইউনিয়নের সকল জনসাধারণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। নির্বাচিত হলে মেরুং ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আগামী ২৮ নবেম্বর দিঘিনালা মেরুং ইউনিয়ন ও কবাখালী এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শাহেনসাহ লতিফুল খায়ের বলেন মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন এবং বাকী ২ টি ইউনিয়নে ৬ জন সহ মোট ১০ জন চেয়ারম্যান পার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী পরিবেশ ভালো, পার্থীরা সকলে স্বাস্থ্য বিধি ও আচরণ বিধি মেনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী নারী তাই দীর্ঘদিন পর মেরুং ইউনিয়নে একজন নারী পার্থী পেয়ে দলীয় নেতাকর্মীদের মাঝেও আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.