প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ
বাঘাইছড়িতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দর্যলী , বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিল যথাযোগ্য মার্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
২৩জুন শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ ও সদস্য খায়ের আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তন্তূমণি চাকমা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, অঙ্গ, সহযোগী, পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে কেক কেটে ও দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.