প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ৩বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি আটক

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে রত্নদ্বীপ চাকমা(৪৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ।
২৮জুলাই শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার জীবতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক রত্নদ্বীপ চাকমা জীবতলী গ্রামের বিজয় লাল চাকমার ছেলে বলে জানায় পুলিশ।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক রত্নদ্বীপ চাকমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারনার দায়ে আদালতে ৩ বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের সাজা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাকে আজ জীবতলী গ্রাম থেকে আটক করা হয়েছে। আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.