বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদর সাজেক ইউনিয়নের মাচালং ও বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায় বন্যার পানিতে একই দিনে দুই শিশু সহ তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে মাচালং দিপুপাড়া এলাকায় নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা(৩৫), বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকা থেকে রাহুল বড়ুয়া (১০) এবং উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে উগলছড়ি বিল থেকে জুয়েল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতিয়াক আহম্মেদ মরদেহ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ উদ্ধার এর খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এসময় তিন বলেন বন্যার পানিতে একসঙ্গে এতো মৃত্যু খুবই বেদনার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.