বাঘাইছড়ি প্রতিনিধি- স্মার্ট বাঙ্গলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধূর জম্মদিন; শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্যে কে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। উপজেলা পরিষদ; প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে আজ দিনব্যাপী দিবসটি উদযাপন চলছে। দিবসের শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন শেষে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন; উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা সহ বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বিশিষ্ট জনেরা। সভা শেষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.