প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে নিঃস্ব মিল মালিক

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বাঘাইছড়িতে এক লাকড়ির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার বেলা ১১:৩০ মিনিটে দিকে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায় আবুল হোসেন (৪২) পিতাঃ আবুল কালাম এর ধানের তুষ থেকে মেশিনের মাধ্যমে লাকড়ি তৈরি করার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,সহ বিভিন্ন জনপ্রতিনিধিগন।
জানাযায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গাভীর ৭০ শতাংশ শরীল পুড়ে যায়, ঘরে রক্ষিত লাকড়ি তৈরির মেশিন, ধানের তুষ এবং তৈরিকৃত প্রায় দুইশত মণ লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বাঘাইছড়িতে কিছুদিন পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি থাকে, তবে সামনের প্রজেক্টে ফায়ার স্টেশন স্থাপন হবে বলে আমরা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.