বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রের মুখে সাবেক ইউপিডিএফ গন্ত্রান্তিক দলের কর্মী আশাপ্রিয় চাকমাকে অপহরণ করছে অস্ত্রধারীরা। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী এলাকা থেকে ৫/৬ জন অস্ত্রধারী ফাঁকা গুলি করে তাকে তুলে নিয়ে যায়। খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা বলেন আমরা গুলির শব্দ পেয়েছি সুনেছি সাবেক ইউপিডিএফ কর্মী আশাপ্রিয় চাকমাকে তুলে নিয়ে গেছে। গন্ত্রান্তিক ইউপিডিএফের সমন্বয়ক অশিমপ্রিয় চাকমা বলেন আশাপ্রিয় চাকমা আগে আমাদের দলে কাজ করলেও গত দুই মাস পূর্বে সে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এখন গন্ত্রান্তিক ইউপিডিএফের সাথে তার কোন যোগাযোগ নেই। বাঘাইছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ মনজুরুল আলম অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কেও অভিযোগ করেনি, তবে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি ঘটনাটি জনসংহতি সমিতি(জেএসএস) সন্তু লারমা দলের ক্যাডার টিটু চাকামা ও মনিময় চাকমার নেতৃত্বে সংগঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.