বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
১১ এপ্রিল সোমবার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সাংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুjদার (এম,পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন মামুন ও পৌর আওয়ামিলীগ সভাপতি জমির হোসেন সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ওমর ফারুক।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.