বাঘাইছড়ি প্রতিনিধি:: রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার মামলার সন্দেহভাজন আসামি পিসিপি সভাপতি রুপায়ন চাকমাকে আটকের প্রতিবাদে ইউপিডিএফ (প্রসিত) দলের ডাকা আধাবেলা হরতাল শেষে দিঘিনালা থেকে বাঘাইছড়ি উপজেলায় আসার পথে ৯ কিলো নামক স্থানে ন্যাশন্যাল এগ্রিকেয়ার এগ্রোঃ কম্পানির দুই এসার পাভেল ও রুপন কে মারধর ও তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় দিঘিনালায় ফেরত পাঠানো হয়। এছাড়া সকাল থেকেই বিভিন্ন জায়গায় পিকেটিং এর পাশাপাশি অনেক ব্রীজের পাটাতন খুলে ফেলা হয়।
হরতালের প্রভাবে দূরপাল্লার কোন যানবাহন না চললেও ১ টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে হরতাল সফল হওয়ায় গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে সকলকে ধন্যবাদ জানায় ইউপিডিএফ। এদিকে হরতালের সময় শেষ হওয়ার পর গাড়ি ভাংচুর করায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.