আজ সোমবার (২৮ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা দিঘীনালা সড়কের ১২ কিলোমিটার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে সেনা ও স্থানীয় সূত্রে জানা গেছে। আটককৃতরা হলো মিন্টু চাকমা (৩৫) জিনেল চাকমা(১৭)।
সেনা সূত্রে জানা গেছে, মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মিন্টু চাকমার নেতৃত্বে ইউপিডিএফে’র একটি দল নিয়মিত চাঁদাবাজি করে ব্যাবসায়িদের হয়রানী করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর নির্দেশে সেনাবাহিনীর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে সেখান থেকে ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) এর ২ চাাঁদা কালেক্টরকে আটক করা হয় । এসময় তাদের থেকে নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বই ভিবিন্ন সরন্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকৃত চাঁদাবাজদের বাঘাইছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.