বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙামাটির বাঘাইছড়িতে উপজাতি ১১ বছরের এক বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত নাজের হোসেন (৩৫) এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। আটক নাজের হোসেন বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড এফব্লক গ্রামের আবদুল হামিদের ছেলে। ২৮ আগষ্ট শনিবার রাত দশ ঘটিকায় বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে উপজেলার চৌমুহনী মোড় থেকে তাকে আটক করে পুলিশ। ধর্ষনের শিকার কিশোরীর মায়ের করা মামলায় তাকে আটক করে পুলিশ। মেয়েটির বাবা জানায় অভিযুক্ত নাজের হোসেন ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে মারিশ্যা দিঘিনালা সড়কের নোয়াপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে তার মেয়েকে ধর্ষন করে পালিয়ে যায়। পরে ঘটনাটি বুজতে পেরে রাতেই বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক নাজের হোসেন ঘটনাটি তার বিরুদ্ধে সরযন্ত্র বলে দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.