প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ
বাঘাইছড়িতে প্রতিমণ ১০৮০ টাকায় সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ১০৮০ টাকা মণে নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। ৯ মে রবিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিটন দেওয়ান, উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর কর্মকর্তা শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত ওসিএলএসডি মংহ্লুপ্রু মারমা, প্রেস- ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশসহ বিভিন্ন ব্লকের কৃষি ব্লক সুপারভাইজারগন উপস্থিত ছিলেন। এবার উপজেলার নিবন্ধিত ৩০৩ জন কৃষক প্রতি কেজি ধান ২৭ টাকা করে ১০৮০ টাকা মণে সর্বোচ্চ ৩ মেট্রিকটন ও সর্বনিম্ন ১ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবে। ধান সংগ্রহ উৎসব উদ্বোধন শেষে উপস্থিত কৃষকদের প্রতি অনুরোধ করেন সুকনো ও চিটা মুক্ত ধান সরবরাহের। এছাড়াও কৃষকদের সর্বোচ্চ সম্মান দিয়ে ধান সংগ্রহের প্রতি জোর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এদিকে ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকও।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.