বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনাকালিন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় ১১ হাজার ৮৩৯ পরিবারের মাঝে নগদ ৫৫ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা বিতরন করেছে উপজেলা প্রশাসন।
২০ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই বিপুল পরিমাণ নগদ অর্থ বিতরণ করেন।
হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নের ১০ হাজার ২৯৯ জনকে নগদ ৫০০ টাকা ও একটি পৌরসভার ১৫৪০ জনকে ৪৫০ টাকা করে এই অর্থ বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তায় হাসি ফুটেছে হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নগদ অর্থের পাশাপাশি ইতোমধ্যে অনেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও বিতরন করা হয়েছে এবং এটি চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.