সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম অর্কো চাকমা।
সে হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমার ছেলে। নিহত অর্কো চাকমা রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। অর্কো চাকমার বন্ধু পিয়াল চাকমা জানায় সন্ধায় বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সে জ্ঞান হারায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন, এই ঘটনায় আমি মর্মাহত হয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্কো চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.