বাঘাইছড়ি প্রতিনিধি:: রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী ও অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরন প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
১৯ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী) শতাধিক শিক্ষর্থী ও অভিভাবকের মাঝে এসব খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরন করেন।
এসময় প্রশিক্ষ টিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন। বিজিবির খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাউল, ডাল, তৈল, আলু, পেয়াজ এবং শিক্ষা উপকরণ ছিলো কলম, খাতা, পেন্সিল ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.