বাঘাইছড়ি প্রতিনিধি// রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ৭ হাজার আম ও লিচু চারা বিতরণ করেছে রাঙামাটি জেলা পরিষদ।
৮ আগষ্ট রবিবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাঘার প্রাঙ্গনে এসব চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, এসময় বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আজিজুর রহমানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে ৬ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭ হাজার ১৪০ টি সহ মোট ১৩ হাজার চারা বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.