প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ
বাঘাইছড়িতে ভারতীয় মালামাল সহ তিন পাহাড়ি যুবক আটক

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে চোরাই পথে নিয়ে আসা অবৈধ ভারতীয় মালামাল সহ তিন পাহাড়ি যুবককে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন কাঞ্চন চাকমা (৩১) এল্টন চাকমা(২১), কৃষ্ণ চাকমা( ২৫)
আটককৃতরা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা। ২১ আগষ্ট শনিবার দুপুরে লংগুদো সেনা জোনের আওতাধীন সিজুগ সেনাক্যাম্পের একটি টহল দল সিমান্তবর্তী দক্ষিণ সারোয়াতলী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে চোরাই পথে নিয়ে আসা অবৈধ ভারতীয় চা-পাতা - ১৫০ কেজি, জিরা - ১ কেজি, তিন ব্যাটারি টর্চ লাইট - ২৫ টি, কমফোর্ট ফেব্রিকস কনডিসনার - ১২০ টি, ডাবর রেড টুথপেষ্ট - ৬০ টি, নোস ইনহেলার - ৮৫ টি জব্দকরা হয়। আকট তিন যুবককে জব্দ মালামালসহ দুরছড়ি পুলিশ ফাড়িতে হস্তান্তর করা হয়েছে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.