বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো এক দিনের ফোটোগ্রাফি কর্মশালা।
১৮ মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার উগলছড়ি বিলে পোর্ট্রেট ফোটোগ্রাফি ক্লাব এই কর্মশালার আয়োজন করে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগিয় প্রকৌশলী ও বাঘাইছড়ি ফোটোগ্রাফি ক্লাবের সম্নয়ক সবুজ চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকচিত্র বিষয়ক পত্রিকা প্রোর্ট্রেট সম্পাদক রুপম চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ অসীম চক্রবর্তী, মাছরাঙা টেলিভিশন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি কাকন আর্চায, কর্মশালায় সঞ্চালন করেন বাঘাইছড়ি ফোটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পিয়াল দত্ত।
কর্মশালায় বাঘাইছড়ি ফোটোগ্রাফি ক্লাবের সকল সদস্যকে হাতে কলমে বিভিন্ন খুটিনাটি বিষয়ের উপর বাস্তবিক জ্ঞান দান করেন আমন্ত্রিত অতিথিগন । পরে সকল সদস্য কে প্রশিক্ষণ সনদপত্র বিতরন করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। কর্মশালা শেষে উজনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.