প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ
বাঘাইছড়িতে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব১৭)

বাঘাইছড়ি প্রতিনিধি - রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল -(অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট ফাইনালে মধ্যে দিয়ে সমাপ্তি হয়েছে।
রবিবার (৩০ মে) বিকাল ৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠে সারোয়াতলী ইউনিয়ন বনাম বাঘাইছড়ি ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, এতে বাঘাইছড়ি ইউনিয়ন'কে ৩-২ গোলে হারিয়ে সারোয়াতলী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, উক্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম,বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, ৩১নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, ৩২নং বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনিল বিহারি চাকমা।
এসময় বাঘাইছড়ি হিল স্পোর্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ তোফায়েল আহমেদ,হিল স্পোর্টস এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন স্তরের ক্রিয়া অনুরাগীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টে এক'টি পৌরসভা ও উপজেলা সাত'টি ইউনিয়ন মিলে মোট ৮টি টিম নিয়ে অনুর্ধ্ব-১৭, ( বালক-বালিকা) অংশগ্রহন করে, উক্ত টুর্নামেন্ট থেকে বাঘাইছড়ি উপজেলা ফুটবল সেরা একাদশ ঘোষণা করা হয়, এই সেরা একাদশ রাঙ্গামাটি জেলা পর্যায়ে অংশগ্রহন করবেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.